Sunday, December 27, 2015

Transformation of Simple, Compound & Complex Sentences:

Complex to Simple

Rule 1: since/as/when-যুক্ত complex sentence-কে Simple sentence-এ পরিবর্তন করতে হলে—
(i) Complex sentence-এর দুটি clause-এর subject এক হলে সে ক্ষেত্রে simple sentence-এ পরিবর্তনের নিয়ম:
since/as/when উঠে যায় + subordinate clause-এর মূল verb-এর ing form, subordinate clause-এর প্রথমে বসে + main clauseটি অপরিবর্তিত থাকে। Example:
Complex : When the thief saw the police, he ran away.
Simple : Seeing the police, the thief ran away.
(ii) দুটি clause-এর subject ভিন্ন হলে এবং প্রথম clauseটিতে am/is/are/was/ were/has/have/had থাকলে প্রথম clause-এ am/is/are/was/were-এর পরিবর্তে being বসে বা has/have/had-এর পরিবর্তে having বসে + দ্বিতীয় clauseটি বসে। Example:
Complex : When the sun had set, we stopped our playing.
Simple : The Sun having set, we stopped our playing.
(iii) Complex sentence-এর clause দুটির subject যদি এক হয় এবং to be verb থাকে, তবে since/as-এর পরিবর্তে প্রথমে because of + সেই clause-এর subject-এর possessive form বসে + am/is/are/was/ were-এর পরিবর্তে being বা has/have/had-এর পরিবর্তে having + sentence-এর বাকি অংশ + comma + বাকি sentenceটি বসে। Example:
Complex : Since he was weak, he couldn’t work hard.
Simple : Because of his being weak, he couldn’t work hard.
Rule 2 : Relative pronoun-যুক্ত complex sentence-কে simple করার নিয়ম:
(i) প্রদত্ত sentenceটির প্রথম থেকে relative pronoun (who/which/that)-এর পূর্ব পর্যন্ত বসে + relative pronounটি উঠে যায় + relative pronoun-এর পরে auxiliary verb থাকলে উঠে যায় + মূল verb-এর present form-এর সঙ্গে ing + বাকি অংশ বসে। Example:
Complex : The man who works hard can shine in life
Simple : The man working hard can shine in life.
When-যুক্ত complex sentence-এ যদি কোনো মুহূর্ত, দিন, মাস, ঋতু, বছর ইত্যাদিকে নির্দেশ করা হয়, তাহলে simple senctnce করার নিয়ম:
when উঠে যায় + when-এর পরিবর্তে অল্প সময় বোঝালে at, দীর্ঘ সময় বুঝালে in এবং বয়স উল্লেখ থাকলে at the age of বসে + when-এর পর যে subject ও verb থাকে তা উঠে যায় + main clauseটি অপরিবর্তিত থাকে। Example:
Complex : He woke up, when it was day light.
Simple : At daylight, he woke up.
Complex : When the was four, he left his house.
Simple : At the age of four, he left his house.
বি. দ্র.: যদি when দ্বারা কোনো সময় না বোঝায়, কোনো কাজ চলা বোঝায়, তখন at the time of + when-যুক্ত অংশের ing-যুক্ত verb + বাকি clause বসে। Example:
Complex : When it was raining, he woke up.
Simple : At the time of raining, he woke up.
omplex sentence থেকে simple sentence এ পরিবর্তন করার নিয়ম নিয়ে আলোচনা করব।
Complex to Simple
Rule 3: If clause দ্বারা সূচিত complex sentenceটি যদি না-বোধক অর্থ প্রকাশ করে, সে ক্ষেত্রে complex sentence-কে simple করতে হলে:
প্রথমে without বসে + ‘if’ clause এর মূল verb-এর present form-এর সঙ্গে ing যোগ করতে হবে + verb-এর পরের অংশ + অপর clauseটি বসবে। Example:
Complex : If you do not work hard, you will not prosper in life.
Simple : Without working hard, you will not prosper in life.
(ii) যদি ‘if’ clauseটি affirmative হয়, simple করার সময় without শব্দটির জায়গায় by বসে।
Example:
Complex : If you work hard, you can succeed in life.
Simple : By working hard, you can succeed in life.
Rule 4. So that-যুক্ত complex sentence-কে simple sentence-এ পরিণত করতে হলে main clause অপরিবর্তিত থাকে এবং sentence-এর প্রথমে বসবে + so that উঠে গিয়ে to/in order to main clause-এর পরে বসবে + may/might/can/could উঠে যাবে + sentence-এর বাকি অংশ বসবে। Example:
Complex: I read more so that I can make a good result.
Simple : I read more in order to make a good result.
Rule-5 : So + adjective + that clause-যোগে গঠিত complex sentence-এর subordinate clauseটি যদি negative sentence হয়, সে ক্ষেত্রে simple sentence করতে হলে—
So + adjective-এর পরিবর্তে too + adjective বসে + subordinate clause-এর মূল verb-এর পূর্বে to বসে এবং that-এর বিলুপ্তি ঘটে।
Example:
Complex : He was so tired that he couldn’t move.
Simple : He was too tired to move.
Rule 6: Though/although/even though দ্বারা সূচিত complex sentence-কে simple করতে হলে though/although-এর পরিবর্তে inspite of + সেই clause-এর subject-এর possessive form + সেই clause-এর am/is/are/was/were-এর পরিবর্তে being বা have/has/had-এর পরিবর্তে having এবং অন্যান্য verb-এর ক্ষেত্রে মূল verb-এর ing form + অপর clause বসে।
Example:
Complex : Although the man has vast riches, he wants more.
Simple : Inspite of his having vast riches, the man wants more.
Example for exercise
1. He is sorry to hear that you have failed.
2. I bought a pen which is costly.
3. The baby was so little that he could not walk.
4. We eat so that we may live well.
5. When it is spring, the cuckoo sings.
6. If you don’t have a visa, you can’t go to abroad.
7. If you practice regularly, you can play well.
8. As they are industrious, they will succeed in life.
9. When kamal went to market, he bought a book.
10. The box is so old that it cannot be used.
Complex to Compound
Rule 1: Since, as বা when দ্বারা সূচিত Complex sentenceকে Compound sentence-এ রূপান্তরিত করতে হলে-
Since, as বা when উঠে যায় + দুটি clause-এর মাঝে and, and so, so, hence বা therefore বসে + main clauseটি অপরিবর্তিত থাকে। Example:
Complex : Since the weather was bad, we did not go outside.
Compound : The weather was bad, so we did not go outside.
Rule 2: Though/Although যুক্ত Complex sentenceকে Compound sentence-এ পরিণত করতে হলে Though/Although উঠে যায় + দুটি Clause-এর মাঝে but বা yet বসে + main clauseটি অপরিবর্তিত থাকে। Example:
Complex : Although the man has much riches, he wants more.
Compound : The man has much riches, but he wants more.
Rule 3: Relative pronoun যুক্ত Complex sentenceকে Compound sentence-এ পরিণত করতে হলে—দুটি Clauseই অপরিবর্তিত থাকবে + Relative pronoun-এর পরিবর্তে and বসে + প্রথম Clause-এর object দ্বিতীয় Clause-এর subject হিসেবে ব্যবহূত হবে। Example:
Complex : I saw a boy who was lame.
Compound : I saw a boy and he was lame.
Rule 4: (i) If যুক্ত Complex sentence-এর sub ordinate clause-এর subject যদি first বা third person হয় এবং sentenceটি Negative অর্থবোধক হলে Compound sentence করার সময় নিচের নিয়মটি প্রয়োগ করতে হবে।
If উঠে গিয়ে প্রথমে let বসে + if-এর পর ব্যবহূত pronoun-এর objective form বসে + sub ordinate clauseটি affirmative-এ রূপান্তরিত হবে + clause দুটির মাঝে or বা otherwise বসে + main clause বসে।
Complex to Compound
Rule 4: (ii) যদি complex sentenceটি Affirmative হয়, তবে compound sentence-এ পরিবর্তন করতে হলে
if-এর পরিবর্তে let বসে + subject-এর objective রূপ বসে + দুটি clause-এর মাঝে and বসে + main clause অপরিবর্তিত থাকে।
Example: Complex : If I rise early, I will have enough time to study.
Compound : Let me rise early and I will have enough time to study.
Rule 5 : If যুক্ত complex sentenceটির sub ordinate clause-এর subject যদি second person হয় এবং Negative অর্থ প্রকাশ করে, তাহলে compound sentence-এ রূপান্তর করার নিয়ম—If you do not উঠে যায় + দুটি clause-এর মাঝে or বা otherwise বসে + main clauseটি অপরিবর্তিত থাকে।
Example: Complex : If you do not move, you will die.
compound : Move or you will die.
(iii) If যুক্ত complex sentenceটি যদি Affirmative অর্থ প্রকাশ করে তাহলে compound sentence-এ পরিবর্তন করার নিয়ম:
if+you উঠে যায়+দুটি Clause-এর মাঝে and বসে+main clauseটি অপরিবর্তিত থাকে। Example :
Complex : If you read more, you will know more.
Compound : Read more and you will know more.
Complex to Compound
Rule 6 : So…that যুক্ত Complex sentence-কে Compound sentence-এ পরিবর্তন করার নিয়ম:
So-এর স্থলে very এবং that-এর স্থলে and, and so, so, hence, therefore বসে+main clauseটি অপরিবর্তিত থাকে।
Example : Complex: He is so weak that he can’t walk.
Compound: He is very weak and so he can’t walk.
Rule 7: Unless দ্বারা সূচিত Complex sentence-কে compound sentence-এ পরিবর্তনের নিয়ম:
Unless+you উঠে যায়+দুটি clause-এর মাঝে or বা otherwise বসে+main clauseটি অপরিবর্তিত থাকে। Example: Complex: Unless you work hard, you will not succeed.
Compound: Work hard or you will not succeed.
Exercise for practice: 1. I am glad that he has recovered from illness. 2. If she is at home, I shall see her. 3. Only those who graduates are eligible for the post. 4. Unless you read attentively, you will fail in the examination. 5. The box is so heavy that I can’t carry it. 6. If you speak the truth, I shall pardon you. 7. If you run fast, you will catch the train. 8. The man bought a pen which was lost. 9. If you do not speak the truth, nobody will believe you. 10. When the thief saw the police, he ran away.
Compound to complex
Rule-1: So এবং and so যুক্ত compound sentence-এর প্রথম clauseটি যদি পরবর্তী clause-এর কাজের ফলাফলের কারণ হিসেবে ব্যবহূত হয়, সে ক্ষেত্রে compound sentenceকে complex sentence-এ পরিবর্তন করার নিয়ম—
কারণ যুক্ত sub ordinate clauseটির আগে since, because বা as বসে+ and উঠে যায়+দ্বিতীয় clauseটি অপরিবর্তিত থাকে।
Example: Compound: The was ill and so he could not attend school.
Complex: As he was ill, he could not attend school.
Rule-2: And যুক্ত compound sentence-এর একটি clause যদি অন্যটির কারণ বা সময় নির্দেশ করে, তবে compound sentenceটিকে complex sentence-এ রূপান্তর করতে হলে নিম্নোক্ত নিয়ম অনুসরণ করতে হবে— প্রথম sentence-এর প্রথমে since/as/when বসে+প্রথম sentence বসে+ and এর পরিবর্তে comma (,) বসে+দ্বিতীয় sentence বসে। Example: Compound: The sun had set and we returned home.
Complex: When the sun had set, we returned home.
Compound to complex
Rule-2: And যুক্ত compound sentence-এর প্রথম clauseটি শর্ত বোঝালে complex sentence-এ পরিণত করার নিয়ম: প্রথমে if বসে + subject বসে + প্রথম clauseটি বসে+ comma (,) কমা বসে + অপর clauseটি বসে।
Example: Compound: Work hard and you will shine in life.
Complex: If you work hard, you will shine in life.
Rule-3: But বা yet যুক্ত compound sentenceকে complex sentence-এ রূপান্তরিত করার নিয়ম: Sentence-এর প্রথমে though বা although বসে + yet বা but উঠে গিয়ে comma (,) বসে+ দ্বিতীয় clauseটি অপরিবর্তিত থাকে। Example: Compound: He ran fast but he could not catch the train.
Complex: Though he ran fast, he could not catch the train.
Rule-4: And যুক্ত compound sentence-এর একটি clause যদি অন্যটির কারণ বা সময় নির্দেশ করে, তবে compound sentenceটিকে complex sentence-এ রূপান্তর করতে হলে নিচের নিয়ম অনুসরণ করতে হবে।
প্রথম sentence-এর প্রথমে since/as/when বসে+প্রথম sentence বসে+ and এর পরিবর্তে comma (,) বসে+দ্বিতীয় sentence বসে। Example: Compound: The sun had set and we returned home.
Complex: When the sun had set, we returned home.
Rule-5: Or বা otherwise যুক্ত compound sentenceকে complex sentence-এ পরিণত করতে হলে—
প্রথম clause-এর আগে if+you+do not অথবা unless বসে + or বা otherwise উঠে তার পরিবর্তে comma (,) বসে + দ্বিতীয় clauseটি অপরিবর্তিত থাকবে। Example: Compound: Leave the place at once, otherwise you will be punished.
Complex: If you do not leave the place at once, you will be punished.
Rule-6: Very… and যুক্ত sentenceকে complex sentence করতে হলে very-এর পরিবর্তে so এবং and-এর পরিবর্তে that বসে।
Example: Compound: He is very weak and he can’t walk. Complex: He is so weak that he can’t walk.

No comments: